Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কার্যক্রম

এক নজরে কার্যক্রম

 

  • ভিডব্লিউবি কার্যক্রম: বাংলাদেশ সরকারের সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসুচি (Safety net programmer) দুঃস্থ ও অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়ীত্বের জন্য দুই বৎসর ব্যপি বা ২৪ মাস চূড়ান্ত উপকারভোগী নারী প্রতি মাসে ৩০ কেজি খাদ্যশস্য ও প্রশিক্ষণ পেয়ে থাকেন।


  • মা ও শিশু সহায়তা কর্মসূচি : মা ও শিশু সাহায়তা কর্মসূচির আওতায় ভাতাভোগী হওয়ার জন্য এন আইডি কার্ড এবং এএনসি কার্ড বাধ্যতামূলক ও বয়স ২০ - ৩৫ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত ভাতাভোগী মহিলাগণ প্রতি মাসে ৮০০/- টাকা হরে ৩৬ মাস পর্যন্ত এই ভাতা প্রাপ্য হবেন।


  • মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম: বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রাপ্ত বিত্তহীন ও দরিদ্র মহিলাদের উৎপাদনমূখী কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।


  • ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি): নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের অধীনে ৭টি বিভাগীয় শহরে অবস্থিত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপন করা হয়েছে। ওসিসি হতে নির্যাতনের শিকার নারী ও শিশুদের চিকিৎসা সহায়তা, আইনি সহায়তা, পুলিশি সহায়তা, ডিএনএ পরীক্ষা, মানসিক কাউন্সেলিং, আশ্রয় এবং সমাজের পুণর্বাসনের জন্য সহযোগিতা প্রদান করা হয়।


  •  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার: নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্ট্রোরাল কার্যক্রমের মাধ্যমে হেল্পলাইনের ১০৯ নাম্বারে তাৎক্ষনিকভাবে আইনী সহায়তা প্রদান। যেকোন মোবাইল হতে ২৪ ঘণ্টা এই নাম্বারে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু তাদের পরিবারের সদস্যসহ যে কেউ প্রয়োজনীয় সাহায্য পেতে পারেন।


  • স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, নিয়ন্ত্রন ও অনুদান বিতরণ: স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনসমূহের নিবন্ধন প্রদান ও তদারকিসহ তাদের মধ্যে বাৎসরিক অনুদান প্রদান করা হয়।


  • নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস জয়তিা এবং বক্রিয় ও প্রদর্শণী কেন্দ্র (অঙ্গনা): দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র সংগঠনের উৎপাদিত পন্য ও সেবা, বিপণন ও বাজারজাত করণে সহায়তায় নারীবান্ধব উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস - জয়িতা এবং অংগনা পরিচালিত হচ্ছে।


  • প্রতি বছর ৫ ক্যাটাগরিতে ৫ জন মহিলাকে প্রথমে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার দেওয়া হয়।


  • স্থানীয় পর্যায়ে অভিযোগের প্রেক্ষিতে দুস্থ ও অসহায় মহিলাদেরকে অফিস কার্যালয়ে নোটিশের মাধ্যমে হাজির করে আপোস মিমাংসা করা এবং পরবর্তীতে ১ম পক্ষ ও ২য় পক্ষ আপোস মিমাংসায় না আসলে পরবর্তীতে লিগ্যাল এইড অফিসে উক্ত বিষয়ে মামলার আওতায় আনার জন্য বিষয়টি প্রেরণ করা হয়।


  • দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল কর্মসূচি: সমাজের অবহেলিত মহিলাগণ চিকিৎসাজনিত কারণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অফিসের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।


  • উপজেলা পর্যায়ে মহিলাদেরকে ০৩ মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা প্রত্যেকে প্রতি দিন উপস্থিতি ভাতা হিসেবে ১০০/- হারে ভাতা প্রাপ্য হবেন।


  • প্রত্যেক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ স্ব স্ব উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের গ্রামে মহিলাদেরকে একত্রিত করে তাদেরকে নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক এর বিষয়ে উঠান বৈঠক করা হয়।


  • কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প: নরসিংদী জেলায় ৭৭টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। উক্ত ক্লাবগুলি ২০ জন কিশোরী  এবং ১০  জন কিশোর নিয়ে  একটি ক্লাব গঠিত হয়েছে। ক্লাব সদস্যদেরকে সংগীত,  আবৃত্তি,  হামনাথ,  গজল, জেন্ডার বেইজ, বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রম  ইত্যাদি বিষয়ে সপ্তাহে ২ দিন প্রশিক্ষণ প্রদান করা হয়।


  • প্রশিক্ষণ কার্যক্রম: জেলা পর্যায় জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি ( i. বিউটিফিকেশন, ii. ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, iii. ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন iv.  মোবাইলফোন সার্ভিসিং, v. সোপিস‌ এন্ড হ্যান্ডিক্রাফট মেকিং)