Wellcome to National Portal
Main Comtent Skiped

Service list

­­­

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

নরসিংদী ।

dwa.narsingdi.gov.bd

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচিসমূহের বিবরণ:                                                                                                               

 

ক্র:নং

সেবার নাম

সেবা প্রদানের স্থান

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী,ফোন নম্বর ও ই-মেইল )

 

 

জীবিকায়নের জন্য

 মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি

 উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর,           নরসিংদীর মহিলা

 প্রশিক্ষণ কেন্দ্র ।

৬ জন প্রশিক্ষকের মাধ্যমে ৫ টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। ট্রেডগুলো হচ্ছে:

১। মোবাইল ফোন সার্ভিসিং

২। খাদ্য প্রক্রিয়াজাতকরণ

৩। বিউটিফিকেশন

৪। মোমবাতি ও শো-পিছ

৫। সেলাই,ব্লক-বাটিক ও এমব্রয়ডারী এছাড়াওস্থানীয়ভাবে বিভিন্ন সরকারী দপ্তর, প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ ।প্রশিক্ষণার্থীদের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রোগ্রাম অফিসার এবং অতিথি বক্তা কর্তৃক নারী উন্নয়নে বিষয়ভিত্তিক নানা বিষয়ে জ্ঞান দান করা হয় ।

আবেদনের জন্য নির্ধারিত ফরম জেলা মহিলা বিষয়ক

কর্মকর্তার কার্যালয়, নরসিংদীর মহিলা প্রশিক্ষণ কেন্দ্র হতে বিনা মূল্যে সরবরাহ করা হয় ।

বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রতি কর্মদিবসে উপস্থিতির জন্য ২০/- টাকা হারে ভাতা প্রদান করা হয় ।

৩ (তিন) মাস মেয়াদী প্রশিক্ষণ।

বছরে ৪ টি ব্যাচ।

জুলাই-সেপ্টেম্বর=

১ম ব্যাচ

আক্টোবর-ডিসেম্বর= ২য় ব্যাচ

জানুয়ারি-মার্চ = ৩য় ব্যাচ

এপ্রিল- জুন =

 ৪র্থ ব্যাচ

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

নরসিংদী ।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

E-mail:dwanar14@gmail.com

 

 

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,নরসিংদী  

সমিতি প্রতিষ্ঠার পর এর জন্য নিয়ম কানুন জানানো হয় ও নিবন্ধন এর পরামর্শ দেওয়া হয় ।

নিবন্ধনের আবেদন ফরম ও নির্দেশিকা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নরসিংদী হতে সরবরাহ করা হয় ।

আবেদন ফরম ও নির্দেশকা বিনা মূল্যে দেওয়া হয় ।

নিবন্ধনের ১-২ বছর পর হতে প্রতি বছর অনুদান প্রাপ্তির আবেদন করা যায়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

নরসিংদী ।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

E-mail:dwanar14@gmail.com

 

 

মা ও শিশু সহায়তা কর্মসূচি ।

 

সংশ্লিষ্ট তফশিলী ব্যাংক

কমিটির মাধ্যমে নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জন প্রতি ৮০০/- টাকা হারে তাদের নিজস্ব ব্যাংক হিসাবে বাজেট প্রাপ্তি সাপেক্ষে ৬ মাস পর পর মোট ৩৬ মাসের অর্থ প্রদান করা হয় ।

 

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের 

উদ্যোক্তার মাধ্যমে অনলাইণে আবেদন করতে হবে।


 

ভাতাভোগী নির্বাচনের জন্য কোন টাকা নেওয়া হয় না ।

 

নির্বাচিত উপকারভোগী প্রতিজন ১ম অথবা ২য় গর্ভধারনকালের যে কোন একবার মোট ২ বছর মেয়াদের জন্য ভাতা ও প্রশিক্ষণ সেবা পাবেন ।

 

প্রোগ্রাম অফিসার এবং

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নরসিংদী ।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

(জেলা)

 

 

দু:স্থ মহিলা উন্নয়ন  ( ভিজিডি) কর্মসূচি

 

সংশ্লিষ্ট ইউনিয়ন

২৪ মাস বা ২ বছর মেয়াদী ভিজিডি চক্রে জেলাধীন সকল উপজেলায় নির্বাচিত অতি দরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি নির্বাচিত এনজিওর মাধ্যমে জীবন দ্ক্ষতা উন্নয়ন এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ দেওয়া হয় ।

সংশ্লিষ্ট ইউনিয়ন এবং উপজেলা ও  জেলা মহিলা বিষয়ক

কর্মকর্তার কার্যালয়।

বিনা মূল্যে ফরম বিতরণ করা হয় ।

 

২৪ মাস

প্রোগ্রাম অফিসার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

(জেলা)

কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি ।

 

সংশ্লিষ্ট তফশিলী ব্যাংক

সরকারীভাবে নির্ধারিত হারে এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত উপকার ভোগীদের স্ব-স্ব নামীয় ব্যাংক হিসাবের মাধ্যমে ভাতার টাকা দেওয়া হয় । ভাতা প্রদানের পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিও কর্তৃক উপকারভোগীদের গর্ভকালীন, প্রসবপূর্ব ও পরবতী যত্ন. মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, মাতৃদুগ্ধ পান, স্বাস্থ্য কেন্দ্র পরিচিতি,টীকা দেওয়া, জন্ম নিয়ন্ত্রণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্যানিটেশন, বিশুদ্ধ পানি পান করা প্রভৃতি বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয় । জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে যেয়ে বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকেন ।

 

জেলা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ।

 

বিনা মূল্যে ফরম বিতরণ করা হয় ।

 

২(দুই) বছর ।

 

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

( জেলা)

 

 

সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার

সমতা আনয়নে উদ্বুদ্ধ করণ  কার্যক্রম।

 

জেলা, উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন

 

ভিজিডি উপকারভোগী, মাতৃত্বকাল ভাতাভোগী, ল্যাকটেটিং মাদার উপকারভোগী, মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষনার্র্থী  এবং সমিতির সদস্যদের মধ্যে আলোচনা ও উঠান বৈঠক এর মাধ্যমে ।

 

--------

 

বিনা মূল্যে সেবা দেওয়া হয় ।

 

সেবাটি চলমান

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও প্রোগ্রাম অফিসার নরসিংদী ।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

 

 

দু:স্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল

 

----------

·         দরিদ্র অসহায়/অসুস্থ/অনাথ/ পঙ্গু/নিরাশ্রয়/ স্বামী পরিত্যাক্তা/বিধবা/ আর্থিক দুর্দশাগ্রস্থ মহিলা ও শিশু, আর্থিক দুর্দশা গ্রস্থ মেধাবী ও এতিম  শিশু ছাত্র /ছাত্রীদের শিক্ষার জন্য এককালীন আর্থিক সাহায্যের বিষয়ে আর্থিক সাহায্যের জন্য সাদা কাগজে আবেদনের প্রেক্ষিতে জেলা কমিটির সভায় বাছাইয়ের মাধ্যমে উপ  কমিটিতে প্রেরণ করা হয় । অনুমোদন হয়ে আসার পরে আর্থিক সাহায্য দেওয়া হয় ।

 

জেলা মহিলা বিষয়ক

কর্মকর্তার কার্যালয়, নরসিংদী ।

 

বিনা মূল্যে আবেদন গ্রহণ করা হয় ।

 

সেবাটি চলমান

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নরসিংদী ।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

E-mail:dwanar14@gmail.com

 

 

 

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত।

 

সংশ্লিষ্ট ইউনিয়ন উপজেলা ও জেলা

 

ইউনিয়ন, উপজেলা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে এবং সরাসরি প্রাপ্ত অভিযোগ- আবেদন নিষ্পত্তিরব্যবস্থা নেওয়া হয় ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবরে সাদা কাগজে অভিযোগের আবেদন করা যায় এছাড়া ভুক্তভোগী / ভিকটিম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর হেল্প লাইন ডেস্ক ১০৯২১ এ সরাসরি ফোন করে অভিযোগ জানিয়ে সেবা/ ব্যবস্থা নিতে পারেন । অন্যদিকে নরসিংদী জেলার ৬ (ছয়টি) থানায় অবস্থিত নারী সহায়তা কেন্দ্রের সহযোগিতা নেওয়া যায় ।

বিনা মূল্যে সেবা দেওয়া হয় ।

সেবাটি চলমান

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

( জেলা)

 

 

স্থানীয় এবং কোর্ট থেকে আগত অভিযোগ/ মামলা তদন্ত/অনুসন্ধান করে প্রতিবেদন প্রেরণ ।

 

জেলা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট কোর্ট বা আদালত।

·         সরাসরি আবেদন প্রাপ্তির ক্ষেত্রে সাক্ষীসহ উভয় পক্ষের বক্তব্য শুনে আপোষ- মিমাংসা করা হয় । কোন পক্ষের অসহযোগিতায় আপোষ-মীমাংসা করা না গেলে আইনগত সহায়তা ( লিগ্যাল এইড) বা পারিবারিক সহিংসতা ( প্রতিরোধ ও সুরক্ষা ) আইন ২০১০ এর আওতায় আদালতে মামলা করার বিষয়ে পরামর্শ দেওয়া হয় এবং সহযোগিতা করা হয় ।

·         কোর্ট হতে প্রাপ্ত পিটিশনের বিষয়ে সাক্ষীসহ বাদীর তদন্ত/ অনুসন্ধান করে সংশ্লিষ্ট  কোর্টে প্রতিবেদন প্রেরন করা হয় ।

 

--------

 

বিনা মূল্যে সেবা দেওয়া হয় ।

 

সেবাটি চলমান

 

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

(জেলা)

 

 ১০

 

দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ।

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নরংসিংদী।

 

আবেদনের পর স্থানীয় জাতীয় সংসদ সদস্যের সুপারিশের প্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ।

 

 

সাদা কাগজে আবেদন করতে হয় ।

 

বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হয় ।

 

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ।

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নরসিংদী ।

ফোন-৯৪৬৩১১৫ (জেলা)

E-mail:dwanar14@gmail.com

 

 

 

১১

 

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋন কার্যক্রম।

 

 

 

----------

 

নির্ধারিত ফরমে আবেদন করার পর উপজেলা কমিটির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয় । নীতিমালা অনুযায়ী কাজের ধরণের উপর ভিত্তি করে ঋণ বিতরণ করা হয়।

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ।

আবেদন ফরম বিনা মূল্যে দেওয়া হয় । তবে নির্বাচনের পরে আইডি কার্ড/জন্ম সনদের কপি ও নাগরিকত্বের সনদ চুক্তি করার জন্য স্ট্যাম্প উপকারভোগী কর্তৃক জমা দিতে হবে ।

 

১ (এক) ব্ছর এবং

২(দুই) বছর মেয়াদী ।

প্রোগ্রাম অফিসার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

( জেলা)

 

১২

 

জাতীয় এবং আন্তর্জাতিক দিবস উদযাপন

 

উপজেলা ও জেলা

 

মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী কর্মসূচি পালন করা হয়।

 

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক

কর্মকর্তার কার্যালয়।

 

---------

 

দিবস ভিত্তিক

জেলা, প্রোগ্রাম অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

(জেলা)

 

 

 

১৩

 

 তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় তথ্য প্রদান

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ।

তথ্য অধিকার আইন ২০০৯ মোতাবেক নির্ধারিত ‘ক’ ফরমে চাহিত তথ্যের জন্য আবেদন করতে হবে । অত:পর তথ্য অধিকার আইনেরআওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য যে নির্দেশিকা রয়েছে সে অনুযায়ী তথ্য প্রদানের ব্যবস্থা নিবেন ।

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

·         আবেদনকারীর চাহিত তথ্য সরবরাহের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্যের যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ করে তা অনধিক ৫(পাঁচ) কার্যদিবসের মধ্যে পরিশোধ করার জন্য আবেদনকারীকে অবহিত করবেন । তথ্য অধিকার (তথ্য প্রদান সংক্রান্ত) বিধিমালা,২০০৯ এর বিধি ৮ এর অধীন প্রণীত ফরম ‘ঘ’ অনুযায়ী সরবরাহকৃত তথ্যের মূল্য নির্ধারিত হওয়ায় এ-৩ বা এ-৪ সাইজেরকাগজে প্রতি পৃষ্ঠাতথ্যের জন্য ২ টাকা হারে অর্থ আদায় করতে হবে ।সিডির মাধ্যমে তথ্য সরবরাহ করা হলে এবং সিডি অফিস থেকে সরবরাহ করা হলে সিডির প্রকৃত মূল্য আদায় করতে হবে ও সিডি আবেদনকারী সরবরাহ করলে বিনামূল্যে তথ্য সরবরাহ করতে হবে । প্রকাশনার ক্ষেত্রে নির্ধারিত মূল্য আদায়যোগ্য হবে ।

·         আবেদনকারী কর্তৃক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রদেয় ফি  নগদ,মানি অর্ডার,পোস্টাল অর্ডার, ক্রসড চেক অথবা স্ট্যাম্পের মাধ্যমে প্রদান করা যাবে ।

·         তথ্যের মূল্য বাবদ আদায়কৃত অর্থের জন্য তথ্য আবেদনকারীকে রশিদ দিতে হবে এবং আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে কোড নম্বর ১-৩৩০১-০০০১-১৮০৭ এ জমা দিতে হবে ও এর হিসাব সংরক্ষণ করতে হবে ।

২০ কর্ম দিবস/

৩০ কর্ম দিবস

জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

নরসিংদী ।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

E-mail:dwanar14@gmail.com

 

 

১৪

 

জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রম

 

------

 

৫ টি ক্যাটাগরী যথা-১) অর্থনৈতিকভাবে সাফল্যঅর্জনকারী নারী ২) শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যঅর্জকারী নারী৩)সফল জননী নারী ৪) নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ৫) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেনযে নারীর নির্ধারিত জীবন বৃত্তান্ত ছকে তথ্য পাওয়ার পর ইউনিয়ন ও উপজেলা কমিটির মাধ্যমে বাছাই হয়ে জেলায় আসার পরে জেলা কমিটিতে বাছাইপূর্বক ৫ ক্যাটাগরীতে ৫ জন জয়িতাকে নির্বাচন করে বিভাগে নাম পাঠানো হয় । এ দিকে উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সম্মননা প্রদানসহ সম্বর্ধনা জানানো হয় ০৯ ডিসেম্বরে ।

 

উপজেলা ও জেলা মহিলা বিষয়ক

কর্মকর্তার কার্যালয়।

জয়িতা নির্বাচনের ক্ষেত্রে কোন অর্থ গ্রহণ করা হয় না ।

 

উর্ধ্বতন কর্তৃপক্ষের দেয়া সময় অনুযায়ী

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫(জেলা)

E-mail:dwanar14@gmail.com

 

 

 

১৫

 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদার করণ শীর্ষক প্রকল্প

 

ওয়ান স্টপ ক্রাইসিস সেল, ব্র্যাক, আইনগত সহায়তা প্রদান সংস্থা।

 

নির্যাতনের শিকার নারীর আইনী ও চিকিrসা সেবা দেওয়া হয় ।পাশাপাশি অন লাইনে নির্যাতনের তথ্য এন্ট্রির কাজ চলছে । এতে নির্যাতনকারীর তথ্যও লিপিবদ্ধ করা হয় ।

 

জেলা মহিলা বিষয়ক

কর্মকর্তার কার্যালয়, নরসিংদী ।

 

বিনা মূল্যে এ সেবা দেওয়া হয় ।

 

প্রকল্পের মেয়াদ কাল পর্যন্ত

এ প্রকল্পের নেতৃত্বে আছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা । মাঠ পর্যায়ের বাস্তবায়নে কাজ করছেব্র্যাক, আর্থিক সহযোগিতায় কোইকা এবং কারিগরি ও আর্থিক সহযোগিতায় আছে ইউএনডিপি।

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

E-mail:dwanar14@gmail.com

 

 

১৬

ব্যবহারিক প্রশিক্ষণ

১) শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি জিরানী,গাজীপুর।

২)মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, জিরাবো,সাভার,ঢাকা

৩) বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ ।

জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । প্রশিক্ষণটি সম্পূর্ন আবাসিক । নরসিংদী জেলার আগ্রহী কোন মহিলা প্রশিক্ষণ নিতে চাইলে তিনি জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করে আবেদনে সুপারিশ গ্রহণ করবেন ।

পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিরচাহিদা মোতাবেক সাদা কাগজে আবেদন করতে হয় এবং কাগজ-পত্র জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে ।

প্রশিক্ষণটি বিনা মূল্যে প্রদান করা হয় ।

৩ (তিন) মাস মেয়াদী প্রশিক্ষণ ।

ইউরিদা সাইদ

মোবা:০১৭১১-৮৬৯১১৪

E-mail:academyzirani@yahoo.com

 

 

মো: আফজাল হোসেন

মোবা:০১৭১২-৯৪৭৪৯০

 E-mail:atcdwa@gmail.com

মাহবুবুর রশিদ,সহকারী পরিচালক

মোবা: ০১৭১২-২৫৭৩৫৬

E-mail:brtcdwamym@gmail.com

 

 

১৭

 

শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করণ কর্মসূচি ।

 

বিদ্যালয়, ইউনিয়ন ও পৌরসভা ।

 

বিভিন্ন  বিদ্যালয়ে যেয়ে সহিংসতা এবংবাল্য বিবাহ প্রতিরোধ সম্পর্কে ও বিভিন্ন স্থানে সচেতনতামূলক আলোচনা

 

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

 

বিনা মূল্যে  সেবা দেওয়া হয় ।

 

প্রকল্পের মেয়াদ কাল পর্যন্ত

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 এবং সংশ্লিষ্ট এনজিও

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫

(জেলা)

 

১৮

মেয়েদেরপুষ্টি, শিক্ষা ও খেলাধুলার বিষয়ে কন্যা শিশু ও অভিভাবকদের সমন্বয়ে কার্যক্রম।

বিদ্যালয়, ইউনিয়ন ও পৌরসভা ।

 

কন্যা শিশুদের অভিভাবকও বিদ্যালয়েরশিক্ষকসহ পুষ্টি, শিক্ষা ও খেলাধুলা বিষয়ে সচেতনতামূলক আলোচনা ।

      

 

--------

 

 

বিনা মূল্যের সেবা

 

বছরব্যাপী

 

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ফোন-৮৮-০২-৯৪৬৩১১৫(জেলা)

E-mail:dwanar14@gmail.com